প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। সোমবার থেকে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)'র সভাপতি সোহাগ আরেফিন ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন ।
এক শোকবার্তায় সিআরএ নেতৃবৃন্দ বলেন, 'রুহুল আমিন গাজী ছিলেন আপোষহীন, অবিসংবাদিক একজন নেতা। তাঁর মত সাহসী সাংবাদিক নেতার মৃত্যু সাংবাদিক সমাজের অপূরণীয় ক্ষতি হল আজ। তিনি সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামে ও যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশের মানুষ ও সাংবাদিক সমাজ তার অবদান সারাজীবন মনে রাখবে।
তারা মরহুম রুহল আমিন গাজীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন'।